Sunday, August 15, 2021

Shohagh Parivahan Private Limited

 সোহাগ পরিবহন : কাউন্টার ও ভাড়াসহ বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশসেরা সোহাগ পরিবহনের বিস্তারিত

Md Shamim hossain

Aug 16 2021

     



দেশের পরিবহন সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান সোহাগ পরিবহন; ছবি: সোহাগ পরিবহন


দেশের যাত্রী পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় এক পরিবহন হচ্ছে সোহাগ পরিবহন। উদ্যোক্তা মাহমুদ ইউনুস তালুকদারের হাত ধরে ১৯৭৩ সালে সোহাগ পরিবহন সংস্থা নামে দেশখ্যাত এই সোহাগ পরিবহন তার যাত্রা শুরু করে। মূলত তিনিই একে আন্তঃজেলা বাস পরিবহনে সুপ্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার ছেলেরা এই পরিবহনকে অন্য আরেক উচ্চতায় নিয়ে যান। দেশের সীমানা পেড়িয়ে বর্তমানে আন্তর্জাতিক রুটেও এই পরিবহনটি যাত্রী পরিবহন সুবিধা দিয়ে আসছে। বর্তমানে পরিবহন ব্যবসার পাশাপাশি আরও নানাবিধ ব্যবসায় সংযুক্ত এই প্রতিষ্ঠানটি।

পরিবহন কার্যক্রম

যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বিভিন্ন ব্রান্ডের এসি ও নন-এসি বাস সংযুক্ত করেছে সোহাগ পরিবহন। দেশের অভ্যন্তরে খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই পরিবহন যাত্রী সুবিধা দেয়। আর আন্তর্জাতিকভাবে ঢাকা-কোলকাতা রুটে এই পরিবহনের বাস যাতায়াত করে। উল্লেখ্য, ঢাকা-কোলকাতা রুটের বাসসমূহ মালিবাগ ও আরামবাগ হতে ছেড়ে যায়। প্রতিটি বাসেই টিভি এবং ডিভিডি প্লেয়ার রয়েছে। ফলে যাত্রাপথে নাটক, গান কিংবা মুভি উপভোগ করতে পারবেন। এছাড়াও টিকিটসমূহ কম্পিউটারাইজড। দূরপাল্লার যাত্রায় নামাজ ও খাবারের বিরতি দেয়া হয়ে থাকে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়েই এই পরিবহনের প্রতিটি বাস গন্তব্য অভিমুখে যাত্রা শুরু করে।

বাড়তি সুবিধা

এসি বাসে পানি ও কম্বল সরবরাহ।

ট্রাভেল, ইমিগ্রেশন ইত্যাদি কাজে যাত্রীদের সহায়তা প্রদান।

রিটার্ন টিকিট আগেই কেটে রাখার সুবিধা।

ফার্স্ট এইড বক্সের সু-ব্যবস্থা।

এসি বাসে এয়ার ফ্রেশনার ব্যবহার।

দক্ষ এবং অভিজ্ঞ গাইড।

সোহাগ পরিবহনের কাউন্টারসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোহাগ পরিবহনের কাউন্টার রয়েছে। ফোন, অনলাইন কিংবা সরাসরি উপস্থিত হয়ে টিকেট কাটতে পারবেন। বেশিরভাগ কাউন্টার বেশ সুন্দর ভাবেই গোছানো। উল্লেখ্য, কল সেন্টারে ফোন দেয়ার মাধ্যমে আপনি আপনার সুবিধামত যেকোনো কাউন্টারে যোগাযোগ করতে পারবেন। সোহাগ পরিবহনের কল সেন্টার- ০৯৬০৬৪৪৪৭৭৭, ০১৭১১-৬১২৪৩৩।

Sohagh Transport: Details including counter and fare

 Travel Bangladesh Special: Details of Deshsera Sohag Paribahan

 Md shamim hossain

 Mar 15, 2021

     













 Sohagh Paribahan is one of the leading companies in the transport sector of the country; Photo: Sohag Paribahan


 Sohag Paribahan is one of the most popular transport in the passenger transport sector of the country. Sohag Paribahan started its journey in 1983 with the help of entrepreneur Mahmud Yunus Talukder. He was the one who established it in inter-district bus transport. Later, after his death, his sons took this transport to another height. Beyond the borders of the country, at present, this transport is also coming with the facility of passenger transport on international routes. At present, the company is involved in transport business as well as various other businesses.

 Transportation activities

 Sohag Paribahan has connected AC and non-AC buses of different brands for the comfortable travel of the passengers. This transport provides passenger facilities in the districts of Khulna and Chittagong divisions within the country. And internationally this transport bus travels on Dhaka-Kolkata route. Note that buses on Dhaka-Kolkata route leave from Malibagh and Arambagh. Each bus has a TV and DVD player. As a result, you will be able to enjoy dramas, songs or movies along the way. Also tickets are computerized. Long-distance journeys are interrupted by prayers and food. Each bus of this transport starts its journey towards the destination at the specified time on the specified day.

 Additional benefits

 Water and blanket supply in AC bus.

 Provide assistance to passengers in travel, immigration etc.

 Return ticket can be booked in advance.

 Well-arranged first aid box.

 Use of air freshener in AC bus.

 Skilled and experienced guide.

 Sohag Paribahan counters Sohag Paribahan has counters in different parts of the country including the capital. You can buy tickets by phone, online or in person. Most of the counters are neatly arranged. Note that you can contact any counter at your convenience by calling the call center. Call Center of Sohag Paribahan - 096064447, 01711-612433.

4 comments:

 Garikhana morning sale 19200 ac 4/ non 22