Wednesday, August 18, 2021

King of flour History of flower cultivation in Gadkhali

গদখালীতে ফুল চাষের ইতিহাস


 গদখালী ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত।


গদখালী ইউনিয়ন


গদখালী ইউনিয়ন

ইউনিয়ন

দেশ

বাংলাদেশ

বিভাগ

খুলনা


জেলা

যশোর

উপজেলা

ঝিকরগাছা

আয়তন

 • মোট

৬৩.৮৪ বর্গকিমি (২৪.৬৫ বর্গমাইল)


জনসংখ্যা (২০১১)

 • মোট

৩৬,৮৯২

 • জনঘনত্ব

৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)


সময় অঞ্চল

বিএসটি (ইউটিসি+6)

১৯৮২ সালে প্রথম বাণিজ্যিক চাষ শুরু। বর্তমানে দেশের মোট ফুলের ৭০% উৎপাদিত হয় গদখালীতে। যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় ৫শ কোটি টাকা। সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে। ডিসেম্বর-জানুয়ারিতে উৎপাদন বেশি। আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি। এখানে ছয় হাজার চাষী এবং প্রায় ৫০ হাজার লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত।

গদখালীতে ফুল চাষের ইতিহাস

গদখালীতে ফুল চাষ শুরু হয়েছিলো কিভাবে তার খোঁজ নিতে গিয়ে সন্ধান মিললো শের আলী সরদারের।


তার দাবি চার দশক আগে তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ আর এলাকার ক্ষেতখামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট বা এ ধরণের প্রচলিত শস্য।


তিনি বলেন, "১৯৮২ সালে এরশাদ আমলে এক বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলাম। আমার বাবার নার্সারি ছিলো এবং আমি সেখানেই বসে ছিলাম। ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিলো।"


"তার হাতে ফুল। তিনি বললেন এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয়। তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটি তো এক। তখনই শুরু করলাম রজনীগন্ধা দিয়ে"।


শের আলী সরদার ও স্থানীয় অন্যদের ভাষ্যমতে এভাবে প্রায় চার দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিলো তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন আসছে নিত্য নতুন জাতের ফুল।


Gadkhali Union is a union in Jhikargachha upazila of Jessore district in Bangladesh. This union is famous for commercial floriculture.


 Country


 Bangladesh

 Department

 Khulna

 District

 Jessore

 Upazila

 Jhikargachha

 Volume

  • Total

 63.84 sq km (24.75 sq mi)


 Population (2011)


  • Total

 36,692

  • Population density

 560 / sq km (1,500 / sq mi)

 Time zone

 BST (UTC + 6)

 The first commercial farming started in 1972. At present 80% of the total flowers of the country are produced in Gadkhali. From which the annual income is about 500 crore rupees. Exports are also limited. Production is higher in December-January. And sales are higher in February. Six thousand farmers and about 50,000 people are directly involved in floriculture

History of flower cultivation in Gadkhali
History of flower cultivation in Gadkhali
 Sher Ali Sardar was found in search of how flower cultivation started in Gadkhali.

 His claim is that four decades ago, he started cultivating flowers here and started saying goodbye to the farms in the area.

 He said, "During Ershad's tenure in 1982, I started with Rajnigandha on one bigha of land. My father had a nursery and I was sitting there. A gentleman from India came and asked for water."

 "Flowers in his hand. He said this flower is very common in West Bengal. So I thought West Bengal and Bangladesh have the same soil. That's when I started with Rajnigandha."

 According to Sher Ali Sardar and other local commentators, the journey of floriculture that began almost four decades ago has now spread across the region. Now new varieties of flowers are always coming.





























call or gmail export any country +8801957275909

2 comments:

 Garikhana morning sale 19200 ac 4/ non 22